/* */
Sentence কি ? Sentence বলতে কি বুঝায় ? Sentence কত প্রকার ও কি কি ?
Sentence (বাক্য): দুই বা ততদিক word বা শব্দ সমষ্টি একত্রে মিলিত হইয়া যখন একটি পূর্নাঙ্গ মনের ভাব প্রকাশ করে তখন তাকে Sentence বা বাক্য বলে ।
যেমন :
1. আমি ভাত খাই - I
eat rice.
2. তাহারা মাঠে খেলিতেছে - They
are playing in the field.
3. আল্লাহ তোমার মঙ্গল করুক - May
Allah bless you.
4. এদিকে এসো - Come
here.
5. হায় ! লোকটি মারা গেছে - Alas
! The Man is dead.
Sentence এর প্রকারভেদ
v
v অর্থ অনুসারে Sentence কে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে ।যেমন:
1. Assertive
Sentence ( বর্ণনা মূলক বাক্য )
2. Interrogative Sentence ( প্রশ্নবোধক বাক্য )
3. Imperative Sentence ( অনুঙ্গাসূচক বাক্য )
4. Optative Sentence ( প্রার্থনাসূচক বাক্য )
5. Exclamatory Sentence ( বিস্ময় সূচক বাক্য)
v
v গঠন অনুসারে sentence ৩ প্রকার :যথা -
1. Simple Sentence.
2. Complex Sentence এবং
3. Compound Sentence.
1. 1.Assertive Sentence কি বা Assertive Sentence বলতে কি বুঝায় ?
Assertive Sentence(বর্ণনামূলক বাক্য): যে Sentence এ কোন কিছু বর্ণনা করে বা বিবৃতি প্রদানকরে তাকে Assertive Sentence বা বর্ণনামূলক বাক্য বলে ।
যেমন:
1.আমি বই পড়ি - I
read a book.
2. সে স্কুলে যায় - He
goes to school.
3. জেলরা মাছ ধরিতেছে - The
fishermen are catching fish.
4. মা রান্না করিতেছে - Mother
is cooking.
5. আলিমা টাইপ করিতেছে - Alima
is typing.
6. সুইটি খেলিতেছে - Sweety
is playing.
7. স্বপন কাজটি করিয়াছে - Swapan has done the work.
8. রাজু এসেছে - Raju
has come.
9. সাদিয়া বই পড়িয়াছে - Sadia
has read a book.
10. ফাতেহা স্কুলে গিয়েছে - Fateha has gone to school.
Assertive sentence ২ প্রকার :
i.Affirmative sentence : sub.+verb+Obj+place +time +ext.
She is well today
ii.Negative sentence : sub.+a/v (
auxiliary verb)+not+verb + place+ time+ others.
She is not well today
2.Interrogative Sentence কি ? Interrogative Sentence কাকে বলে ? Interrogative Sentence বলতে কি বুঝায় ?
Interrogative
Sentence ( প্রশ্নবোধক বাক্য ) : যে Sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় বা কোন কিছু জিজ্ঞাসা করা হয় তাকে Interrogative Sentence বা প্রশ্নবোধক বাক্য বলে ।
যেমন :
1. আমি কি বই পড়ি ? -Do
I read a book ?
2. সে কি স্কুলে যায় ? - Does he
go to School ?
3. জেলেরা কি মাছ ধরিেতেছে ? - Are
the fishermen catching fish ?
4. মা কি রান্না করিতেছে ?
- Is Mother cooking ?
5. আলিমা কি টাইপ করিতেছে ?
- Is Alima typing ?
6. চৈতী কি খেলিতেছে ?
- Is Chaity playing?
7. স্বপন কি কাজটি করিয়াছে ? -Has
Swapan done the work ?
8. রাইশা কি পড়িতেছে ? - Is Raisha reading ?
9. মহিমা কি আঁককিতেছে - Is Mohima drawing ?
10. মাহা কি খেলিতেছে ? - Is Maha playing ?
Structure: 1.�
Wh Question
Wh word+auxiliary verb+sub+principal
verb +Ext.+?
Where did he live ?
Where did he go yesterday?
|
���������������
� �2. Yes\no question
Auxiliary Verb+Sub+Principal
Verb +Ext.+?
3.Imperative Sentence কাকে বলে অথবা Imperative
Sentence বলতে কি বুঝায় ?
The
sentence by which we express our desires, wishes, blessings, curses, prayers,
etc. is called Optetive Sentence.
Imperative
Sentence ( অনুজ্ঞাসূচক বাক্য ) : যে Sentence দ্বারা আদেশ, উপদেশ বা অনুরোধ,
নিষেধ ,প্রস্তাব করা বুঝায় তাকে Imperative Sentence বা অনুজ্ঞাসূচক বাক্য বলে ।
যেমন :
1. এদিকে এসো - Come here.
2. কলমটি আন - Bring the
pen.
3. বাইরে যাও - Go out.
4. মিথ্যা বলিবে না - Do not
tell a lie.
5. মিথ্যা বলা মহাপাপ - To tell a
lie is a great sin.
7.এখান থেকে বের হয়ে যাও - Get out
from here.
8. বের হও - Get out.
9. আমাকে ফোন করার চেষ্টা করবে না - Do not try
to call me.
10. কখনো আমার বাড়িতে আসার চেষ্টা করিবে না - Never
try to come my house.
Structure:
A. .verb+extension.
Don�t go.
B. ii.নিষেধ বোঝালে:Don�t+sub+verb+ext.
Don�t open the door.
C. iii.অনুরোধ বোঝালে: please/kindly +verb+ext.
please help me
D. iv.let এর জন্য:let+1st person/3rd
person এর obj. +verb+ext.
let me / him go out.
4.Optative Sentence কাকে বলে বা Optative Sentence বলতে কি বুঝায় ?
Optative Sentence (প্রার্থনাসূচক বাক্য) : যে Sentence দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা করা বুঝায় তাকে Optative Sentence বা প্রার্থনাসূচক বাক্য বলে ।
যেমন:
1. আল্লহ তোমার মঙ্গল করুক - May
Allah bless you.
2. বাংলাদেশ দীর্ঘজিবী হউক - live
long Bangladesh.
3. আল্লাহ তোমাকে সাহায্য করুক - May
Allah help you
Structure:
May
Would that
Oh that
subject+verb+extention.
May you
prosper day by day.
May you live long.
- May Allah bless you.
- Wish you all the best.
- Long live Bangladesh. (Can be formed without
�may�)
Structures of the sentences
May/+N/P+V-1+Others.
Long+V-1+N/P+Others.
Wish+N/P+Others.
5.Exclamatory Sentence কি ? Exclamatory Sentence বলতে কি বুঝায় ?
Exclamatory
Sentence ( বিস্ময় সূচক বাক্য ) : যে Sentence দ্বারা বিস্ময় বা মনের আবেগ প্রকাশ করে তাকে Exclamatory Sentence বা বিস্ময় সূচক বাক্য বলে ।
যেমন :
1. কি সুন্দর শিশুটি - How
beautiful the baby is !
2. কেমন বোকা তুমি - How fool
you are !
3.কি আরামদায়ক বিছানাটি - How
comfortable the bed is !
4. হায় ! লোকটি মারা গেছে - Alas
! The man is dead.
Structure:
A. what
a/an বা how+adjective+sub.+verb+ext.
What a fine bird it is !
How beautiful you are !
B. Alas/Hurrah এর জন্য:
Structure: Alas/Hurrah+!+sub.+verb+extension.
Alas ! I am undone!
C.
If/had এর জন্য:
Structure: If/had+subject+verb+extension+!
If I were a king !
===============================================
� Finite verb
:-
Finite verb অর্থ
সমাপিকা
ক্রিয়া
অর্থাৎ যে verb বাক্যের
অর্থ
সম্পূর্ণ
প্রকাশ করতে
পারে। অর্থাৎ যে verb এর
রূপ/আকার Sentence এর Subject এর Number ও Person এবং
verb এর tense অনুসারে
পরিবর্তন হয়
তাই Finite verb.
Ex:- I eat rice.
Ex:- He eats rice to live.
Ex:-They (have gone) to College to meet Rafi
Ex:- The boys are playing cricket to be fit
1.� He goes to market to meet Rafi.
2. �He went to
market to meet
Rafi.
3. . They go to
market to meet
Rafi.
এখানে eat, eats, have gone, are
playing verb গুলো Sentence এর Subject এর Number ও Person এবং Verb এর tense এর
ওপর নির্ভর
রূপের
পরিবর্তন হয়
তাই এগুলো Finite verb.
1) Base form= V0= go
2) Present form=V1=go/goes
3) Past form=V2=went
4) Present participle=V3=going
5) Past participle=V4= gone
6) Perfect participle=V5=having gone
7) Infinitive=V6= to go
♦১ থেকে ৩
পর্যন্ত verb গুলো
সবসময় Finite verb হবে।
এবং বাকি ৪
থেকে ৭
পর্যন্ত
এগুলো Non-finite verb হয়।
কিন্তু ৬ বাদে
৪,৫,৭ এই
তিনটির আগে Auxiliary verb যুক্ত
করে এদেরকে Finite verb এ
রুপান্তর করা
যায়। যেমন:-
going = are/is/am/was/were going
gone=have/has /had gone
to go= am/is/are/was/were/have/has/had to go
� Non-finite verb:-
Non-finite verb অর্থ
অসমাপিকা
ক্রিয়া
অর্থাৎ যে verb বাক্যের
অর্থ
সম্পূর্ণ
প্রকাশ করতে
পারে না।অর্থাৎ
Sentence এর Subject এর Number ও person এবং
verb এর tense অনুসারে
রূপে/আকারের
পরিবর্তন হয়
না তাই Non-finite verb.
Ex:- I saw a man coming�
here. nf
Ex:- He sees a man� coming� here. nf
Ex:- They have seen a man coming here. Nf
এখানে coming verb টির
কোন পরিবর্তন
হয় নাই। তাই coming এখানে
Non-rinite
verb.
♦ Finite verb ও Non-finite verb চেনার
আরেকটি সহজ
উপায়
আপনাদের
দেখাচ্ছি।
আমরা
অনেকে verb এর
কয়টা form /রূপ
জানতে চাই বলে
তাই কেউ ৩ টি/
কেউ ৪টি/কেউ
আবার ৫টি বলে
থাকি। আসলে English Grammar এর
একটি verb এর ৭
টা form/রূপ খুজে
পাওয়া যায়।
উদাহরণ
দেওয়ার জন্য
আমি ১টা verb, go নিলাম।
Non-finite verb সাধারণত ৪ ভাবে
করা যাই���
=
Present participle=adjective /gerund=noun/ =
Infinitive=noun =
Past participle=adjective = Parfect participle=adjective
2. To+ verb
base form
3. V3: verb এর v3 form
4. Having +v3
�a. Swimming is good for health
b. I like made
in china car.
c. He goes to market to meet Rafi.
d. Having finished my homework , I
shall go there.
|
Clause অবশ্যই ২ বা তার বেশী word থাকবে |
Phrase অবশ্যই ২ বা তার বেশী word থাকবে |
1 |
Clause হলো কততগুলো শব্দের সমষ্টি যার নিজস্ব একটি Finite verb ও একটি Subject আছে অথচ তা বাক্যেের একটি অংশ হিসাবে কাজ করে এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে অন্য বাক্যের উপর নির্ভর করে! |
Phrase হচ্ছে একটি শব্দসমষ্টি যার নিজস্ব কোন Subject ও Finite verb নাই এবং তা বাক্য একটিমাত্র parts of speech (Noun, adj, adv etc) এর মতো ব্যবহৃত হয়! |
2 |
অবশ্যই নিজস্ব একটি Finite verb থাকবে |
অবশ্যই কোন Subject থাকবে না। |
3 |
�অবশ্যই একটি Subject থাকবে। |
�অবশ্যই কোন Finite verb থাকবে না। |
4 |
Non-finite verb ��থাকতেও পারে আবার নাও থাকতে পারে । |
Non-finite verb থাকতেও পারে আবার নাও থাকতে পারে । |
|
|
|
|
|
|
|
|
|
Simple Sentence. Complex Sentence Compound Sentence 1. একটি মাএ clause দিয়ে গঠিত , ১.�� ২
বা
তার
বেশী
clause দিয়ে গঠিত । ২.� ১টি
main clause ও
১
বা
একাধিক
subordinate
clause নিয়ে গঠিত হয়.। ৩.
Subordinate
Conjunctions: As, since, though,although,
if, after, before, wh-words (who,whom,whose,
which, what ,when, where ,how ,why ,what)etc; sothat ,so�that ইত্যাদি। ৪.� Complex sentence ২টি
clause-এ
sub ও
verb এক�
হলেও
, sub ও
verb� ২
বারই
লিখতে
হবে। ৫.
Sub-ordinate�
conjunctions , ২
বা
তার
বেশী� clauses কে
যুক্ত
করতে
পারে।
২
বা
তার
বেশী একই�
ধরনের
part of speech কে
যুক্ত
করতে
পারে
না। ১.
২
বা
তার
বেশী
clause দিয়ে গঠিত। ২.
দুটি main
clause বা একাধিক main
clause বা একাধিক co-ordinate
clause এর সমন্বয়ে যখন একটি বাক্য গঠিত ,প্রত্যেকটি clause ই স্বাধীন। ৩.
Co-ordinate conjunction দ্বারাযুক্ত হয়।
যেমনঃ v
Co-ordinating Conjunctions: And,
but, or, so, because, and so, for ইত্যাদি। Both
��and Neither
�..nor Either�or Not
only �..but�
also ইত্যাদি। ৪.
২টি
clause-এ
sub ও
verb এক�
হলে
, sub ও
verb� ২
বারই
লিখতে
হবে
না।
প্রথম
বার
লিখলেই
হবে। ৫.
Coordinate conjunctions , ২
বা
তার
বেশী� clauses অথবা
২
বা
তার
বেশী একই�
ধরনের
�part of speech কে
যুক্ত
করতে
পারে। ১ বা
একাধিক
Phrase থাকতেও
পারে আবার নাও
থাকতে পারে । .� 1� বা
একাধিক
Phrase থাকতেও
পারে আবার নাও
থাকতে পারে । .� 1� বা
একাধিক
Phrase থাকতেও
পারে আবার নাও
থাকতে পারে ।
v গঠন অনুসারে sentence ৩ প্রকার :যথা
-
১. Simple Sentence.
2. Complex Sentence এবং
৩. Compound Sentence.
১. Simple Sentence:
যে বাক্য একটি মাএ clause দিয়ে গঠিত অর্থাৎ যে বাক্য একটি মাএ finite verb থাকে, তাকে simple sentence বলে।
যেমন: I saw him going - Simple
Sentence.
বাক্যটিতে �saw� এবং �going� দুটি verb রয়েছে। কিন্ত, Finite verb (অর্থাৎ present form বাpast form) হচ্ছে �saw�।�going� এখানে non-finite (present
participle from) এবং উহার কোন subject ও নেই। পক্ষান্তরে, �saw� verb এর subject হল �I�। সুতরাং, বাক্যটি এক clause এর বাক্যএবং উহা Simple Sentence।
২. Complex Sentence:
যে বাক্য main clause ও subordinate clause নিয়ে গঠিত হয়, তাকেComplex Sentence বলে।
যেমন: I saw that he was going.
বাক্যটিতে �saw� �was� এবং �going� তিনটি verb ব্যবহার করা হয়েছে। কিন্ত, finite verb দুটি�saw� এবং �was�। এবং উহাদের subject ও আছে। �saw� verb এর subject হল �I� এবং �was� verb এর subject হল �he�। সুতরাং, বাক্যটি দুটি clause নিয়ে গঠিত। Clause দুটি হল I sawএবং He was going। �that� clause দুটিকে সংযুক্ত করেছে �that� এখানে conjunction।
�I
saw� clause টিতে �saw� transitive
verb এবং উহার object হল �he was going�। কারন, �saw� verb কে �কি� প্রশ্ন করলে object পাওয়া য়ায়।
কি দেখেছিলাম? উওর আসে �সে যাচ্ছিল�।সুতরাং, �সে যাচ্ছিল� বা He was going দেখা বা �saw� verb এর object। যেহেতু, object অবশ্যই noun বা noun এর সমতুল্য।
সুতরাং, �He was going�
clause টি অবশ্যই noun রূপে বসেছে। কারন, উহা �saw� verb এরobject। সুতরাং, �He was going� এ বাক্যে Subordinate Clause। কারন, subject এবং finite verb থাকা সত্ত্বেও উহা একটি মাএ part of speech রূপে ব্যবহৃতএবং উহা �I saw� clause এরউপর নির্ভরশীল।
পক্ষান্তরে, �I saw� clause টি এর single part of
speech রূপে কাজ করেনি এবং এটিই এই বাক্যেরমূল অংশ।সুতরাং, উহা main clause বা principal clause।
তাহলে বাক্যটি একটি main clause এবং একটি subordinate
clause নিয়ে গঠিত। সুতরাং, I saw that he was
going বাক্যটি অবশ্যই Complex sentence।
I
saw - Main Clause.
He
was going - Subordinate Clause. এবং that conjunction,
subordinate clause কেmain clause এর সাথে যুক্ত করেছে বলে that এখানে subordinating
conjunction।
2.
Compound
Sentence:
দুটি main clause বা একাধিক main clause বা একাধিক co-ordinate clause এর সমন্বয়ে যখন একটি বাক্য গঠিত হয়, সে বাক্যকে Compound Sentenceবলে।
যেমন: I saw him and he was
going - Compound Sentence.
বাক্যটিতে �saw� এবং �was� দুটি finite verb এবং প্রত্যেটি finite verb এর Subject ও আছে।সুতরাং, এ বাক্যে দুটি clause। কিন্ত, কোন clause ই single part of
speech রূপে ব্যবহৃত হয়নি।প্রত্যেকটি clause ই স্বাধীন। কোনোটা কারো উপর নির্ভরশীল নয়। সুতরাং, এর কাজ কোন clause ইকরেনি। তাহলে উহার দুটি co-ordinate
clause রূপে সমন্বিত হয়, একটি Compound Sentenceগঠন করেছে এবং �and� conjunction রূপে বসে co-ordinate
clause দুটি যুক্ত করেছে। �and�এখানে conjunction এবং সম্পূর্ন sentence টি একটি compound sentence।
v
Simple
Sentence: এক clause এর বাক্য।
Conjunction দ্বারা যুক্ত হয় না।
v
Compound
Sentence: দুটি co-ordinate clause এর বাক্য। Co-ordinate conjunction দ্বারাযুক্ত হয়।
I
saw him going. � Simple Sentence.
I
saw that he was going - Compound Sentence.
I
saw him and he was going � Complex Sentence.
Simple
sentence কে complex করতে হলে main clause এর সাথে একটি subordinate
clause যুক্ত করতে হবে এবং উহা subordinate
conjunction দ্বারা যুক্ত করতে হবে। অর্থাৎ, ঐnon-finite verb টিকেই finite verb রূপে ব্যবহার করে subordinate
clause এ পরিনত করতেহবে। আর কোন non-finite verb না থাকলে �to be� verb কে finite verb রূপে ব্যবহারে চেষ্টাকরতে হবে এবং অবশ্যই subordinate
conjunction ব্যবহার করতে হবে।
Simple:
I saw(non-finite) a wounded bird.
Complex:
I saw a bird which was wounded(s-clause).
Simple : Going there, I meet him.
Complex : After I have gone there, I
meet him.
Simple : I know the blind boy.
Complex : I know that(s-conj) the boy is blind(s-clause).
v
Subordinate
Conjunctions: As, since, though, if,
after, before, wh-words ইত্যাদি।
Simple
sentence কে compound করতে হলেও অনুরূপভাবেই (complex এর মতই) আরও একটিনতুন clause তৈরি করতে হবে। তবে উহা subordinate
clause না হয়ে co-ordinate clauseরূপে ব্যবহৃত হবে এবং co-ordinate conjunctions দ্বারা যুক্ত করতে হবে।
o
Co-ordinating Conjunctions: And, but, or, so, because, and so, for ইত্যাদি।
Simple : I saw a wounded bird.
Compound
: I
saw a bird and it was wounded.
Simple : Going there, I met him.
Compound
: I
went there and I met him.
Simple : I know the blind boy.
Compound
: I
know the boy and he is blind.
Compare
the sentences:
v
Simple: He came after sunset.
Prep. N
v
Complex: He came after the sun hat set.
s-conj Compound: The sun
set and he came.
c-conj
v
Simple : In spite of
trying hard, he could not succeed.
v
Complex: Though he tried hard, he could not succeed.
v
Compound: He tried hard but he could not succeed.
Simple
sentence কে Complex বা Compound করতে নতুন Clause তৈরি করতে হয় এবংক্ষেত্র বিশেষে subordinating বা coordinating
conjunction দ্বারা যুক্ত করতে হয়।
অাবার, Complex sentence কে Simple করতে হলে subordinating
clause টির finite verbটি হয় তুলে দিতে হয় অথবা non-finite form এ রূপান্তর করতে হবে এবং অবশ্যই তখন non-finite verb এর subject টিও বাদ যাবে। ফলে subordinate clause
finite verb বিহীন শব্দগুচ্ছ অর্থাৎএকটি phrase এ পরিনত হবে এবং বাক্যটি এক clause এর বাক্যে রূপান্তরিত হবে অর্থাৎ simple sentence এ পরিনত হবে।
Complex:
I know what his name is.
Simple:
I know his name. (be verb উহ্য হতে পারে)
Complex:
If you drink milk, you can get vitamin.
Simple:
Drinking milk, you can get vitamin.
Or, By drinking milk, you can get vitamin.
�
Compound
sentence কে Simple করতে হলেও co-ordinate clause দুটি থেকে সুবিধা মত যেকোন একটিকে বেছে নিয়ে উহার finite verb তুলে দিতে হবে ও তা non
finite verb এ রূপান্তর করতেহবে এবং complex
sentence রূপান্তর করতে হবে এবং co- ordinate
conjunction এর পরিবর্তেsub-ordinating
conjunction ব্যবহার করতে হবে।
Study the Following
Sentence
Simple : Eating rich, he came to school.
Complex : After he had eaten rice, he came to school.
Compound
: He
ate rice and he came to school.
Complex : If you read, you will learn.
Simple : By reading, you will learn.
Compound
:
Read and you will learn.
Compound
: He
is very weak and he cannot walk.
Complex : As he is very weak, he cannot walk.
Or, He so weak that he cannot walk.
Simple : He is too weak to walk.
Or, He cannot walk for
his very much weakness.
*************Sequence
for tenses (শুধু মাত্র complex sentence এর ক্ষেত্রে প্রযোজ্য)****
*1. Main
clause past tense হলে subordinate
clause এর অবশ্যই past tense হবে। যেমনঃ
*I
saw him that he was going.
*2. তবে subordinate
clause চিরন্তন সত্য বা habitual fact বুঝালে, main clause এর past tense সত্ত্বেও, উহার present Indefinite
Tense হবে। যেমনঃ
I
told him that the earth is round.
*3.
Main clause এর past Tense না হলে subordinate
clause প্রয়োজন অনুযায়ী যে কোনtense এর হতে পারে।
যেমন, He tells me that you went
there.
He will say that I knew him.
একই কথাকে simple, complex ও compound
sentence এর মাধ্যমে প্রকাশ করা যায়। বাক্যেরপ্রয়োজন অনুযায়ী একই বাক্যকে উহারা বিভিন্ন সাফল্য দান করে। কোন বাক্য simple sentence এভাল লাগে, কোনটা Complex এ এবং কোনটি Compound এ। কাজেই ভাষার standard বজায়রাখতে এবং ভাষার variation এর জন্য বিভিন্ন রীতিতে বাক্য গঠনের দক্ষতা অপরিহার্য। সুতরাং,প্রচুর চর্চা বা practice এর মাধ্যমে বাক্যের এ ধরনের transformation সম্পর্কে অবশ্যই দক্ষতা অর্জনকরতে হবে।
বিশেষ লক্ষনীয়ঃ |
১� Simple sentence এ একটি মাত্র clause ব্যবহার করতে হবে।
২. Complex sentence এ অবশ্যইএকাধিক clause থাকবে। তবে অবশ্যই একটি main clause থাকবে এবং অন্যান্য subordinate
clause কে subordinating
conjunction দ্বারা যুক্ত করতে হবে। অর্থাৎ, বাক্যটিতে অবশ্যইএকাধিক finite verb ব্যবহার করতে হবে।
৩. Compound Sentence এ ও একাধিক clause থাকবে অর্থাৎ অবশ্যই একাধিক finite verb
compound থাকবে। তবে clause গুলো main clause বা co-ordinate
clause হবে এবং co-ordinate
conjunction (অর্থাৎ and, but, or, so,
because ইত্যাদি) দ্বারা clause গুলি যুক্তহবে।
Complex ও Compound
sentence এএকাধিকclause থাকে।পার্থক্য শুধু এইযে complex এSubordinate
clause থাকেএবং Subordinating
Conjunction দ্বারা যুক্তহয়। পক্ষান্তরে,
Compound এ একাধিক Co-ordinate
clause co-ordinating conjunction দ্বারা যুক্তহয়। |